ভারতীয় মেয়েকে বিয়ে করলেন পাক পেসার হাসান আলি

পিবিএ স্পোর্টস ডেস্কঃ মহসিন খান, শোয়েব মালিকের পর ফের এক পাক ক্রিকেটার ভারতের জামাই হলেন। তিনি পাকিস্তানি পেসার হাসান আলি। ভারতের মেয়ে সামিয়া আরজুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি।

হরিয়ানার মেয়ে সামিয়া দুবাইতে কাজ করেন একটি বেসরকারি বিমান সংস্থার ইঞ্জিনিয়ার হিসেবে। বছর খানেক আগে এক বন্ধুর মাধ্যমে আলাপ হয় হাসান আলির সঙ্গে। বিয়ের আগে দুবাই-এর এক পাঁচতারা হোটেলে হলুদের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে হাসান আলি। এক বছর ধরে চলা প্রেমের পর অবশেষে ২০ অগস্ট মঙ্গলবার বিয়ে করলেন তাঁরা। দুবাই-এর এক পাঁচ তারা হোটেলে হয় এই বিয়ের অনুষ্ঠান।

প্রায় তিন বছর ধরে দুবাইতেই চাকরি করেন সামিয়া। সেখানেই আলাপ হয় হাসান আলির সঙ্গে। তাঁদের প্রেম-পর্ব চলে প্রায় এক বছর। বেশ কিছু দিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল নেট-দুনিয়ায়। অবশেষে সেই জল্পনার অবসান। দুই পরিবারের মাত্র ৩০জন সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে তাঁদের নিকাহ সম্পন্ন হয়। বিয়েতে সামিয়া পরেছিলেন লাল দোপাট্টা ও লেহেঙ্গা। আর হাসান আলি পরেছিলেন কালো রঙের শেরওয়ানি। তবে বিয়েতে জাঁকজমক খানিক কমই ছিল। সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল গেট ও হল রুম।

এর আগে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। তিনি ছাড়াও ভারতীয় অভিনেত্রী রিনা রয়কে বিয়ে করেন পাকিস্তানের ক্রিকেটার মহসিন খান। সেই তালিকায় যুক্ত হলেন আরেক ক্রিকেটার হাসান আলি। নব-দম্পতির বৌভাতের অনুষ্ঠান হবে পাকিস্তানে। বিয়ের দিন কনেকে ভারতীয় সাজে দেখা গেলেও শোনা যাচ্ছে ওয়ালিমার দিন দেখা যাবে পাকিস্তানি সাজে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...