পিবিএ ডেস্ক: শুরু হতে চলেছে ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ‘ইন্ডিয়ান আইডল’। দেশটির বিভিন্ন জায়গা থেকে একাধিক গায়ক-গায়িকা’ এ প্রতিযোগিতায় অংশ নেন। এরপর দীর্ঘদিন প্রতিযোগিতা চলার পর তাদের মধ্য থেকে বেঁছে নেয়া হয় সেরা সঙ্গীত শিল্পীদের।
এদিকে, গত বছর এই জনপ্রিয় রিয়েলিটি শো’র বিচারক হিসেবে দায়িত্বপালন করেছিলেন নেহা কাক্কর, বিশাল দাদলানি ও অনু মালিক। ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে এবারের আসরেও বিচারকের আসনে থাকছেন নেহা কাক্কর।
গত মঙ্গলবার সামাজিক গণমাধ্যমে পুনরায় ‘ইন্ডিয়ান আইডল’ এর বিচারকের স্থানে থাকার কথা নিশ্চিত করলেন নেহা নিজেই । এদিকে, আগের মৌসুমে প্রতিযোগীদের সঙ্গে বিচারকদের একাত্ম হয়ে যাওয়ার কথা সবারই মনে আছে। বিশেষ করে, একজন প্রতিযোগীর জীবনকাহিনী শুনে নেহা কাক্করের কেঁদে ফেলার ভিডিওটি ছিলো উল্লেখযোগ্য।
নেহার এমন কান্না’র ভিডিও সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর সে কারনেই টিভি রিয়্যালিটি শো’টির জনপ্রিয়তা হু হু করে বেড়ে গিয়েছিলো।
পিবিএ/বিএইচ