ভারতের কাছে হারে বিদায় নিশ্চিত হলো ওয়েস্ট ইন্ডিজেরও

পিবিএ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল ভারত। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ভারত থেমেছিল ২৬৮-৭-এ। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ থামল ১৪৩-এ।

এখনও অপরাজিত ভারত।প্রথম থেকেই এ বার দারুণ ছন্দে।আর মাত্র একটা ম্যাচ।ইংল্যান্ড ম্যাচ জিতলেই ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে র। তার পরও হাতে থাকবে আরও দুটো ম্যাচ। ব্যাটে-বলে দু’য়েই সাফল্য এসেছে প্রায় সব ম্যাচেই। কেউ না কেউ রুখে দাঁড়িয়েছে কারও না কারও ব্যর্থতায়। তাই সব ব্যর্থতাই ঢাকা পড়ে গিয়েছে।

বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করেই জয় এসেছিল। এ দিনও তার অন্যথা হল না। এ দিন ব্যর্থ এই বিশ্বকাপে জোড়া সেঞ্চুরির মালিক রোহিত শর্মা। ২৩ বলে ১৮ রান করে আউট হয়ে যান তিনি। এর পর লোকেশ রাহুলকে নিয়ে ভারতের খেলার হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি। অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন লোকেশ। ৬৪ বলে ৪৮ রান করে আউট হন তিনি।

উল্টোদিকে খেলা চালিয়ে যান বিরাট। এই বিশ্বকাপে টানা চার ম্যাচে হাফ সেঞ্চুরি করে ফেলেন তিনি। ৮২ বলে ৭২ রান করেন তিনি। বিজয় শঙ্কর ১৪ ও পাঁচ নম্বরে নামা কেদার যাদব ৭ রান করে আউট হয়ে গেলে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন এমএস ধোনি ও হার্দিক পাণ্ড্যে।

এ দিন ছ’নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। আফগানিস্তান ম্যাচে তাঁর মন্থর ব্যাটিংয়ের অনেক সমালোচনা হয়েছে। কিন্তু ভারতের রানকে ভাল জায়গায় নিয়ে যান এই দু’জনই। ৬১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন এমএস ধোনি। ৩৮ বলে ৪৬ রান করেন হার্দিক পাণ্ড্যে। মহম্মদ শামি কোনও রান না করেই ফিরে যান। ৫০ ওভারে ভারত থামে ২৬৮-৭-এ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিটি উইকেট নেন কেমার রোচ। দু’টি করে উইকেট শেলডন কটরেল ও জেসন হোল্ডারের। জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্যের ধারে কাছেও পৌঁছতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিস গেইল ৬, সুনীল অ্যামব্রিস ৩১, শাই হোপ ৫, নিকোলাস পুরান ২৮, শিমরন হেটমেয়ার ১৮, জেসন হোল্ডার ৬, কালোর্স ব্রেথওয়েট ১, ফাবিয়ান অ্যালেন ০, শেলডন কটরেল ১০ ও ওশানে থমাস ৬ রান করে আউট হন। ৩৪.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৪৩-এ শেষ হয়ে যায়। ১২৫ রানে হারের মুখ দেখতে হয় ক্যারিবিয়ানদের।

ভারতের হয়ে চার উইকেট নেন মহম্মদ শামি। দু’টি করে উইকেট যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহালের। একটি করে উইকেট হার্দিক পাণ্ড্যে ও কুলদীপ যাদবের।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, সুনীল অ্যামব্রিস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লস ব্রেথওয়েট, ফাবিয়ান অ্যালেন, কেমার রোচ, শেলডন কটরেল, ওশানে থমাস।

ভারত: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্যে, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরা।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...