ভারতের কাঞ্চিপুরমের মন্দিরে পদপিষ্ট হয়ে ৪ জনের মৃত্যু

পিবিএ ডেস্ক: ভারতের তামিলনাড়ুর কাঞ্চিপুরমের মন্দিরে বৃহস্পতিবার পদপিষ্ট হয়ে চারজনের মৃত্যু হল। জানা গিয়েছে, ওই মন্দিরে চল্লিশ বছরে একবার অথি ভারদার দেবতার বিশেষ পুজো হয়। সেই উপলক্ষ্যে বহু মানুষের সমাগম হয়েছিল কাঞ্চিপুরমের ভরথারাজা পেরুমল মন্দিরে। এবার প্রায় দু’লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছিল। দর্শনের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই মন্দিরের সামনে অপেক্ষা করছিলেন তাঁরা। মন্দির লাগোয়া একটি পবিত্র পুকুর রয়েছে। সেখানেই স্নান করে পুজো দিতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। হঠাৎই পুকুর ঘাটে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় চারজনের। জানা গিয়েছে, মৃতেরা হলেন, নারায়ণী (৪০), নটরাজন (৫০), গঙ্গালক্ষ্মী (৫০) এবং আনন্দাভেল (৪৭)। চেন্নাই, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু থেকে পুজো দিতে এসেছিলে তাঁরা। জানা গিয়েছে, মন্দিরের অথি ভারদার দেবতার মূর্তি তৈরি হয়েছে ডুমুর গাছের কাঠ দিয়ে। নিয়ম অনুযায়ী ১২ ফুটের ওই মূর্তিটিকে গত ৪০ বছর ধরে একটি রুপোর বাক্সে বন্ধ করে মন্দির সংলগ্ন পুকুরটিতে ডুবিয়ে রাখা হয়েছিল। পুজো উপলক্ষ্যে গত ২৮ জুন সেটিকে পুকুর থেকে তুলে আনা হয়। এই বিশেষ পুজো দেখতেই মন্দির চত্বরে উপচে পড়েছিল ভিড়। অন্যদিনের তুলনায় বৃহস্পতিবার দর্শনার্থীদের সংখ্যাও ছিল বেশি। সেই সময়ই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

পিবিএ/ইকে

আরও পড়ুন...