ভারতের কুখ্যাত ডন রবি পূজারি সেনেগালে গ্রেফতার

Ravi_Pujari

 

পিবিএ ডেস্ক : গ্রেফতার হয়েছেন ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি। পশ্চিম আফ্রিকার সেনেগাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ভারতের গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পাওয়ার পরই সেনেগাল পুলিশ পূজারিকে গ্রেফতার করে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, রবি অস্ট্রেলিয়ায় আত্মগোপন করে রয়েছেন। গোয়েন্দারা গোপন সূত্রে খবর পান, অস্ট্রেলিয়ায় নয়, বর্তমানে সেনেগালে গা ঢাকা দিয়ে আছেন রবি। সঙ্গে সঙ্গে সেখানকার পুলিশ-প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন গোয়েন্দারা। রবির গতিবিধি নজর রাখা শুরু করেন তারা। তখনই তারা রবির অবস্থান জানতে পারেন। সেনেগালের আগে রবি বুরকিনা ফাসোতে ছিলেন বলেও নিশ্চিত হন তারা।দীর্ঘ কয়েক বছর ধরে গা ঢাকা দিয়ে ছিলেন মুম্বাইয়ের এই কুখ্যাত ডন। আরেক ডন ছোটা রাজনের ঘনিষ্ঠ বলেই পরিচিত পূজারি। নব্বইয়ের দশকে মুম্োই থেকেই নিজের গ্যাং চালাতেন রবি। খুন, চাঁদাবাজি, অপহরণসহ বহু অপরাধের সঙ্গে জড়িত পূজারি। ২০০৯-২১০৩ সালের মধ্যে বলিউডের বেশ কয়েকজনকে খুনও চাঁদাবাজির হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কর্নাটক পুলিশ ইন্টারপোলের সহযোগিতায় রবির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করে। তারপর থেকেই গা ঢাকা দেন তিনি। রবির ‘গুরু’ ছোটা রাজন ধরা পড়লেও পূজারির হদিশ পাচ্ছিল না পুলিশ। পূজারির নাগাল না পেলেও তার গ্যাংয়ের সদস্যরা অপারেশন চালিয়ে যাচ্ছিল বলে মুম্বাই পুলিশ সূত্রে খবর।

গত ২৮ জানুয়ারি মুম্বাই পুলিশের অ্যান্টি এক্সটরশন সেল পূজারি গ্যাংয়ের বেশ কয়েকজন শুটারকে গ্রেফতার করে। আগেও এই গ্যাংয়ের কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। সূত্রের খবর, গ্যাংয়ের একের পর এক ধরা পড়তে দেখে দেশ ছেড়ে পালান রবি পূজারি। কিন্তু বাইরে থেকেই তিনি গ্যাং চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পিবিএ/জিজি

আরও পড়ুন...