পিবিএ,ডেস্ক: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে শুক্রবার সকালে ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমা শহরে ১৭জন বাংলাদেশীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আটক করেছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়।
জানা যায়, শুক্রবার ভোর বেলায় রামগড় বাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে আটক বাংলাদেশীরা। ভারতীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টা ও ৯টার দিকে সাব্রুম শহরের বাস স্টেশন ও কালীবাড়ি এলাকা থেকে দুই দফায় ৬৬ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা এদের আটক করে। আটককৃতদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।
আটক ব্যক্তিদের মধ্যে চারজন শিশু, ৮জন মহিলা ও পাঁচজন পুরুষ রয়েছে। এরা সবাই হিন্দু ধর্মাবলম্বী এবং এদের বাড়ি চট্টগ্রাম ও নোয়াখালী বলে জানা যায়। সূত্র জানায়, সাব্রুমের নারায়ণ পাল ও উত্তম সিং নামে স্থানীয় দুজন দালাল ৭ হাজার টাকার বিনিময়ে ওদের সীমান্ত পার করে সাব্রুম নিয়ে যায়। বিএসএফ আটক বাংলাদেশীদের সাব্রুম থানা পুলিশের কাছে সোর্পদ করেছে বলে সূত্র জানায়।
এদিকে, ভারতে ১৭ বাংলাদেশী আটককের ব্যাপারে রামগড়স্থ বিজিবির ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: তারিকুল ইসলাম, পিএসসি বলেন, তিনি খবরটি পাননি। তবে খোঁজখবর নেবেন বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ২৩ মার্চ রামগড়ে বিজিবির হাতে স্কুল ছাত্রীসহ ৮ ভারতীয় নাগরিক আটক হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
পিবিএ/ইএফ/হক