ভারতের বিপক্ষে পরমাণু যুদ্ধের হুমকি ইমরান খানের

পিবিএ ডেস্ক: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিশ্ব সম্প্রদায়ের উদাসীনতাকে দায়ী করে ভারতের বিপক্ষে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন।

গত শুক্রবার নিউইয়র্ক টাইমসে লেখা এক উপ-সম্পাদকীয়তে ইমরান খান এ হুঁশিয়ারি দেন। সেখানে তিনি লিখেন, ‘কাশ্মিরে ভারতের নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায় যদি কোনো পদক্ষেপ না নেয় তবে দুই পরমাণু শক্তিধর দেশ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যার ফল সারা বিশ্বকেই ভুগতে হবে।’

এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও পরোক্ষভাবে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ভারত তার ‘প্রথম পরমাণু অস্ত্র ব্যবহার নীতি’ থেকে সরে আসবে।

এর পরিপ্রেক্ষিতে ইমরান খান ব্যাখ্যা করেন, পাকিস্তানের ‘প্রথম পরমাণু যুদ্ধ ব্যবহার’ নীতি রয়েছে, যদি না এতে এর অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয়।

ভারতের সঙ্গে আলোচনার পথও খোলা রয়েছে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ উপ-সম্পাদীয়তে লিখেন, ‘পাকিস্তান-ভারতকে কোনো দর কষাকষি ছাড়াই কাশ্মীর ইস্যুতে বিভিন্ন বিষয় ও ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনায় বসতে হবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর করা প্রতিশ্রুতি অনুযায়ী স্বাধীন কাশ্মীর গঠনে কয়েকটি প্রস্তাব তৈরি করা হয়েছে।’

পিবিএ/ইকে

আরও পড়ুন...