ভারতের বিপক্ষে শতক হাঁকালেন ‘ডি-কক’

পিবিএ ডেস্ক: প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০২ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। পাহাড় সমান রান তাড়া করতে নেমে ‘ডেন এলগারের’ এবং ‘কুইন্টিন ডি-ককের’ শতকে স্বস্তিতে সফরকারী প্রোটিয়ারা।

দুই শতকের উপর ভর করে ম্যাচে ফিরেছে প্রোটিয়ারা। ৪ ছক্কা ও ১৮ চারে ১৬০ রান করেন এলগার’এবং ২ ছক্কা ১৬ চারে ১১১ রান করেন ডি-কক। ভারতের হয়ে ৫ উইকেট নেন অশ্বিন।

তৃতীয় দিন শেষে ১১৭ রানে পিছিয়ে আছে সফরকারী দল দক্ষিণ আফ্রিকা, তাদের হাতে আছে ২ উইকেট।

১ম ইনিংস শেষে ভারতের সংগ্রহ: ৫০২/৭ (ডিক্লে)
আগারওয়াল ২১৫, রোহিত ১৭৬
মহারাজ ৫৫-৬-১৮৯-৩

তৃতীয় দিন শেষে;
দক্ষিণ আফ্রিকা সংগ্রহ: ৩৮৫/৮(১১৮)
এলগার ১৬০, ডি-কক ১১১
অশ্বিন ৪১- ১১- ১২৮- ৫

পিবিএ/ইকে

আরও পড়ুন...