ভারতের বোলিং কোচ হতে আগ্রহী শোয়েব আখতার

পিবিএ,ডেস্ক: ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার এবার ভারতীয় দলের বোলিং করার ইচ্ছে প্রকাশ করলেন। তিনি বলেছেন, আরও আক্রমণাত্মক, দ্রুত এবং কথা বলাতে পারে এমন পেসার তৈরি করতে পারি। প্রস্তাব পেলে ভারতের বোলিং কোচ হতে আগ্রহী।

সোশ্যাল মিডিয়া ‘হ্যালো’-তে এক সাক্ষাৎকারে তার এই ইচ্ছের কথা জানান সাবেক পাকিস্তানি পেসার।

ভারতের বর্তমান বোলিং কোচ ভরত অরুণ। ভবিষ্যতে তিনি ভারতীয় বোলিং ইউনিটের সঙ্গে যুক্ত হতে চান কি-না জানতে চাইলে, তিনি ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আখতার বলেন, আমি অবশ্যই করব। আমার কাজ জ্ঞ্যান ছড়িয়ে দেওয়া। আমি যা শিখেছি, তা অন্যদের ছড়িয়ে দিতে পারলে খুশি হব।

ক্রিকেটের দ্রুততম বোলারদের মধ্যে একজন তিনি। শোয়েব আরও বলেন, আমি বর্তমান খেলোয়াড়দের চেয়ে আরও আক্রমণাত্মক, দ্রুত এবং আরও কথা বলা বোলার তৈরি করব যারা ব্যাটসম্যানদের শাসন করতে পারবে৷ যা আপনি খুব উপভোগ করবেন।

স্পিড-স্টার উদীয়মান ক্রিকেটারদের মধ্যে নিজের জ্ঞ্যান ভাগ করে নিতে চান এবং আক্রমণাত্মক বোলার তৈরি করতে চান। ভারতীয় দলের পাশাপাশি আইপিএল তার সাবেক ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইটরাইডার্সের বোলিং কোচ হতেও চান।

আইপিএলের প্রথম সংস্করণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন শোয়েব।

নিজের সেরা সময়ে শোয়েবর সঙ্গে শচিন টেন্ডুলকারের ‘ডুয়েল’ লেগে থাকতো যা উপভোগ করতেন দর্শকরা৷। সাবেক এই পেসার ১৯৯৮-এ ভারতীয় ব্যাটিং গ্রেট শচিনের সঙ্গে তার প্রথম কথোপকথনের কথা তুলে ধরেন।

আমি ওকে আগে দেখেছিলাম কিন্তু জানতাম না ও ভারতে কত বড় নাম ছিল। চেন্নাইতে আমি জানতে পেরেছিলাম যে, ওকে ভারতে ‘দেবতা’ হিসেবে মানেন সমর্থকরা।

তবে লিটল মাস্টারের সঙ্গে তার যে দারুণ বন্ধুত্ব ছিল তাও মনে করিয়ে দেন আখতার। তিনি বলেন, মনে রেখো, ও আমার খুব ভালো বন্ধু। ১৯৯৮ সালে আমি যখন দ্রুত গতিতে বোলিং করতাম, তখন ভারতীয় দর্শকরা আমাকে পছন্দ করতো৷ ভারতে আমার বড় ফ্যান ফলোয়ার রয়েছে।
পিবিএ/এএম

আরও পড়ুন...