ভারতের মণিপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬ নারী আহত

manipur

পিবিএ ডেস্ক : গতকাল রবিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে ভারতের মণিপুরের রাজধানী ইমফল। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলকে ঘিরে তৈরি হওয়া প্রতিবাদ বিক্ষোভে জড়ো হওয়া জনতার ভিড়কে পুলিশের ছত্রভঙ্গ করার চেষ্টায় আহত হন ৬ নারী।

বাজারের মধ্যে ক্যাম্প করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছিল তারা। তখনই কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। তাতেই আহত হন ওই ৬ নারী। গত শনিবার সকাল থেকেই ইমফলের চারটি মহিলা মার্কেট থেকে কয়েকশো নারী ব্যবসায়ী প্রধান বাজার এলাকায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন।

ইতোমধ্যেই লোকসভায় পাশ হয়ে গেছে এই বিল। আগামী বুধবার রাজ্যসভা তার সিদ্ধান্ত জানাবেন। প্রতিবাদকারীরা জানিয়েছেন বুধবার পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলবে ।
অন্যদিকে মেঘালয়ার মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন এই বিল রাজ্যসভায় পাশ হলে এনডিএ ছাড়বে তার দল ন্যাশনাল পিপলস পার্টি।

পিবিএ/জিজি

আরও পড়ুন...