ভারতের শিশু হোমে এক বছর আটক থাকার পর ফিরেছে ২ কিশোর

পিবিএ,হিলি: ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সেদেশের শিশু অবজারভেশন হোমে এক বছর আটক থাকার পর হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছে সিয়াম ওরফে শুভ ও মোস্তফা কামাল নামের দুই কিশোর।

বুধবার( ৩১ জুলাই) সকাল ১১টায় ও দুপুর ১২ টায় আলাদা আলাদা ভাবে সীমান্তের ২৮৫/১১ এস পিলারের শুন্য রেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় হিলি ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ মোত্তালেব জানান,এক বছর ১ মাস আগে প গড় সীমান্ত দিয়ে বন্ধুদের সাথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তার কাছে কোন বৈধ কাগজ না থাকায় তাদেরকে আটক দেখিয়ে আদালতের কাছে তাকে হস্তান্তর করে। তাদের বয়স ১২ বছরের নিচে হওয়ায় আদালত তাকে সেদেশের সেভ হোমে এক বছর রাখার নির্দেশ দেন। পরে দুদেশের দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ তাদেরকে ফেরত পাঠায় ভারতীয় অভিবাসন পুলিশ। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসা সিয়াম ওরফে শুভ (১২) হলেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চড়পাড়া গ্রামের মৃত কাইয়ুমের ছেলে এবং মোস্তফা কামাল (১৩) হলেন দিনাজপুর জেলার কোতায়ালী থানার কমলপুর বড় গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

পিবিএ/মোঃ-সোহেল রানা/বাখ

আরও পড়ুন...