ভারতের ষষ্ঠ বৃহত্তম শহর পানি শূন্য

পিবিএ ডেস্ক: ভারতের বৃহত্তম ষষ্ঠ শহর তামিলনাড়ু প্রায় পানি শূন্য হয়ে পরেছে। তামিলনাড়ু শহরে পানি সরবরাহকারি প্রধান তিনটি জলাশন শুকিয়ে গেছে । শুষ্কতা এবং সূর্যের রেকর্ড করা তাপে চেম্বার্বম্বক্কাম জলাশয় শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। প্রায় ২৫ কিলোমিটার বৃস্তৃত এই জলাশয়টি পানি শূন্য হওয়ায় ভারতের বৃহত্তম ষষ্ঠ শহরের লাখ লাখ মানুষ পানির অভাবে ভুগছে। পানির জন্য তাদের প্রতিদিনই ছুটাছুটি করতে হচ্ছে।

শহরের একজন কর্মী সিএনএনকে বলেন, শহরটি তীব্র পানির অভাবে ভুগছে। আমি ১৯৯২ সাল থেকে এই শহরে অবস্থান করছি কিন্তু এর আগে কখনো এমন কিছু দেখিনি। জলাশয়ের পানির ধারণ ক্ষমতা কমে যাওয়া এবং পর্যাপ্ত বৃষ্টি না হওয়া তামিলনাড়ু রাজ্য সরকারকে বাসিন্দাদের জন্য পানি সরবরাহে সংগ্রাম করতে হচ্ছে। চেন্নাই থেকে প্রতিদিনই ট্রাকে ট্রাকে পানি সরবরাহ করতে হচ্ছে। বাসিন্দারা ছোট ছোট ট্যাংকে পানি সংগ্রহ করে এবং প্লাস্টিকের পাত্রে রাখে। পানির অভাবে স্থানীয় হোটেল গুলো বন্ধ হয়ে যাচ্ছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...