‘ভারতের সঙ্গে অসম চুক্তিতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ভারতের সঙ্গে অসম চুক্তি ও সমঝোতার ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

শনিবার (১৩ জুলাই) প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এস এম নাজমুল হাসান। সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

সেলিমা রহমান বলেন, ভারতের সঙ্গে যত চুক্তি হচ্ছে সব গোপনে। জনগণ তো জানেই না, সংসদেও আলোচনা হয় না। এসব অসম চুক্তি ও সমঝোতার নামে দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হচ্ছে, যা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক।

তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির গভীর ফাঁদে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সঙ্গেই লুকোচুরি খেলছে। যাদের বিমাতাসুলভ আচরণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, তাদেরই তিস্তার পানি ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা হবে আত্মঘাতী।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে ট্রেন চলাচলের সুযোগ করে দিলে বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে।

আরও পড়ুন...