ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বাতিল করলো পাকিস্তান

পিবিএ ডেস্ক: কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বাতিল করেছে পাকিস্তান। বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) এ সিদ্ধান্ত নেয়। এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন।

প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিষয়টি পর্যালোচনা করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভারত-পাকিস্তান বাণিজ্য সম্পর্ক স্থগিত হয়েছে। এছাড়াও বিষয়টি জাতিসংঘে নেয়া হবে।

এছাড়াও ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস কাশ্মীরিদের প্রতি সহমর্মিতা জানিয়ে পালন করা হবে। এই বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘ভারতের বর্বর, বর্ণবাদী, মানবাধিকার লঙ্ঘন প্রকাশিত করে দেয়ার জন্য সব কূটনৈতিক পন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ বৈঠকে ভারতের রাষ্ট্রদূতকে বহিস্কার এবং পাকিস্তানের রাষ্ট্রদূতকে দিল্লি থেকে ডেকে নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে কূটনৈতিক সম্পর্ক শিথিল থেকে শিথিলতর করে ফেলবে। খুব সম্ভবত ভারতে আর কোনো হাইকমিশনার বা অ্যাম্বাসেডর রাখছে না পাকিস্বতান। এর বদলে রাখা হবে দ্বীতিয় ধাপের চার্জ দ্য অ্যাফেয়ার্স। কূটনৈতিকভাবে ভারতকে ছোট করতেই এটি করা হবে বলে মনে করা হচ্ছে। এই বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরাইশি বলেছেন, ‘আমাদের দূতরা আর নয়া দিল্লি থাকছেন না। আর আমাদের এখানে থাকা তাদের কাউন্টারপার্টদেরও ফেরত পাঠানো হবে।’

পিবিএ/ইকে

আরও পড়ুন...