পিবিএ স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটের বাইশ গজ ছাড়িয়ে উত্তাপ পৌছে যায় সর্বত্র। তবে বৈরিতা ভুলে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার চান, বিশ্বকাপ যেন আবার উপমহাদেশে ফেরত আসে। রবিবার লন্ডনের লর্ডসে হতে যাওয়া ফাইনালে ভারতের হাতে শিরোপা দেখার ইচ্ছে শোয়েবের।
শনিবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘নিউজিল্যান্ড চাপ নিতে পারে না। আশা করি, তারা যেন এবার ‘চোক’ না করে। কিন্তু আমি প্রকৃতপক্ষে চাই, বিশ্বকাপ যেন উপমহাদেশে থাকে। আমি ভারতের হাতে শিরোপা দেখতে চাইবো।’
উল্লেখ্য, রাউন্ড রবিনে শীর্ষ দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। আট ম্যাচের মধ্যে কোহলিরা জয় পেয়েছে সাতটিতে। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে মাঠে নামা হয়নি ভারতের। মঙ্গলবার সেই ‘বাতিল’ ম্যাচ পুষিয়ে দিতেই যেন প্রথম সেমিতে মুখোমুখি হচ্ছে দু’দল।
পিবিএ/বাখ