পিবিএ ডেস্ক: ভারতে এক ঘণ্টার বেশি বেশি হলে যাত্রীদের ক্ষতিপূরণ দেবে রেল কর্তৃপক্ষ। এবং বয়স্ক ব্যক্তিদের জন্য টিকিট ভাড়ায় দেয়া হবে ৪০ শতাংশ ছাড়।
এর বাইরেও চমকপ্রদ নানা সুবিধা থাকছে ভারতের দিল্লি থেকে লক্ষ্ণৌগামী তেজস এক্সপ্রেসে।সোমবার ভারতীয় গণমাধ্যম জানায়, এই রুটে আরেক ট্রেন শতাব্দী এক্সপ্রেসে যাত্রী সকালের নাশতা দেওয়া হয়।
সকালের খাবারের পাশাপাশি আরও একটি খাবার দেয়া হবে তেজস এক্সপ্রেসে।
এ ছাড়া কোচের ভেতরে চা-কফির ফ্রি ভেন্ডিং মেশিন লাগানো থাকবে বলে জানা গেছে।
এই ট্রেনে থাকছে ৫০ লাখ রুপি পর্যন্ত বিনামূল্যে সফর বিমা। ট্রেনে চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও বিমা পাবেন যাত্রীরা।
প্রতি সিটের সঙ্গে থাকছে বিনোদনের জন্য টাচস্ক্রিন ডিসপ্লের ব্যবস্থা। এছাড়া প্রতিটি কোচে থাকবে দুটি করে টয়লেট। যাতে যুক্ত থাকবে অত্যাধুনিক প্যান্ট্রিও।
পিবিএ/ইকে: