পিবিএ ডেস্ক: ভারতে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর পাওয়া যায়।
মারা যাওয়া ব্যক্তির নাম কালাবুরাগি (৭৬)। তিনি কর্ণাটকের বাসিন্দা। তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।
ওই ব্যক্তি তেলেঙ্গানার একটি হাসপাতালে গিয়েছিলেন। তাই তেলেঙ্গানা সরকারকেও সতর্ক করা হয়েছে।
চিকিৎসকরা সন্দেহ করেছিলেন তার শরীরে করোনা ভাইরাস রয়েছে। বৃহস্পতিবার সেই টেস্টের রিপোর্টে দেখা যায় ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।
এদিকে বিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে সব দেশের নাগরিকদের ভিসা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে ভারত। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় টুইট করে এই সিদ্ধান্ত জানিয়েছে।
ভারতে এখন পর্যন্ত ৭৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত দিল্লির সব শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল বন্ধ থাকবে।
টুইট করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, আগামী কয়েকদিনে তার কোনো মন্ত্রী বিদেশ সফরে যাবেন না।
গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের বিস্তার শুরু হয়। গত জানুয়ারির শেষদিকে তা ভয়াবহ রূপ নিতে শুরু করে।
এখন পর্যন্ত বিশ্বের ১২০টির বেশি দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ২৫ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে চার হাজার ছয়শোর বেশি মানুষের।
ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিড-১৯ এর বিস্তারকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে।
পিবিএ/এএম