পিবিএ ডেস্ক : ভারতের রাজস্থানের জয়পুরে অন্য বন্দীদের নির্যাতনে মৃত্য হল পাকিস্তানের এক নাগরিকের। জানা গেছে বুধবার সহবন্দীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে ওই পাকিস্তানি নাগরিক। তার জেরেই জেলের ভেতর ছড়িয়ে পড়ে উত্তেজনা। মারামারি বেধে যায় বন্দীদের মধ্যে। সহবন্দীদের আঘাতে মৃত্যু হয় ওই ব্যক্তির।
জেলের ভেতর উত্তেজনার খবর পেয়েই ঘটনাস্থলে যান কারাগারের নিরাপত্তা প্রধান ও পুলিশরা। জয়পুর সেন্ট্রাল জেলে ওই পাকিস্তানি বন্দীকে হত্যার ঘটনা নিশ্চিত করেছেন আইজি রূপিন্দর সিং। ওই পাকিস্তানি বন্দী লস্কর-ই-তৈয়্যবার সদস্য ছিল বলে জানা গেছে।
ঠিক কী কারনে জেলের বন্দীদের মধ্যে ঝামেলা বাধে, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলওয়ামা হামলা নিয়ে রাগেই ওই লস্কর-ই-তৈয়্যবার ওই সদস্যকে অন্য বন্দীরা আক্রমণ করে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।
পিবিএ/জিজি