ভারতে গরু পাচারকারী সন্দেহে গণপিটুনি, মূত্র পান করানোর অভিযোগ

ফেনীর দাগনভূঞা উপজেলায় গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে।
প্রতীকী ছবি

পিবিএ,ডেস্ক: ভারতের হরিয়ানায় গরু পাচারকারী সন্দেহে গণপিটুনি ও বেধড়ক মারধরের পর চার ব্যক্তিকে জোর করে মূত্র পান করানোর অভিযোগ উঠেছে। রোববার হরিয়ানার ফতেহাবাদ এলাকার দায়র গ্রামে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে গ্রামবাসীদের চাপে ওই ব্যক্তিদের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগও দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোববার দায়র গ্রামে গরু পাচারকারী সন্দেহে ওই ব্যক্তিদের আটক করে স্থানীয় বাসিন্দাদের একাংশ জিজ্ঞাসাবাদ করে । তাদের কথায় অসংগতি পেয়ে চারজনকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাদের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ দায়ের করে তদন্তও শুরু হয়েছে।

এপ্রসঙ্গে স্থানীয় থানার এক আধিকারিক সুরজমল বলেন, “রোববার ফোনে ঘটনাটির কথা জানতে পেরেই ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই চারজনকে গরু পাচারকারী সন্দেহে বেধড়ক মারধর করে বেঁধে রাখা হয়েছে। তাদের পাশে একটি গরু ও বাছুরের মৃতদেহের পাশাপাশি গরুর চামড়াও পড়েছিল। মৃতদেহদুটি বাজেয়াপ্ত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।”
এদিকে তাদের বিরুদ্ধে ওঠা গরু পাচারের অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে আক্রান্তরা। তাদের মধ্যে একজন দাবি করে, “আমরা পশুদের মৃতদেহ ভাগাড়ে ফেলার কাজ করি। রোববার দুটি মৃতদেহ নিয়ে দায়র গ্রামে দিয়ে যাওয়ার সময় ৩০ জন গ্রামবাসী আচমকা আক্রমণ করে। লাঠি দিয়ে আমাদের মারধর করে সব জামাকাপড় খুলে নেয়। জোর করে মূত্র খাইয়ে দেওয়ার চেষ্টা করে। ওরা আমাদের বিরুদ্ধে গো-হত্যার অভিযোগ তুলছে। কিন্তু, আমরা কোনও গরুকে মারিনি।”

পিবিএ/জেডআই

আরও পড়ুন...