পিবিএ ডেস্ক : ভারতের বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণ মামলার পলাতক দুই অভিযুক্তকে হুগলির আরামবাগের একটি গ্রাম থেকে গ্রেফতার করেছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
এনআইএ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর শীর্ষ নেতা কাওসারকে জেরা করেই হদিশ মেলে খাগড়াগড় বিস্ফোরণ মামলার পলাতক দুই অভিযুক্ত কদল কাজি এবং হাবিবুর ওরফে সাজ্জাদের।
গতকাল সোমবার গভীর রাতে এনআইএ-র দু’টি আলাদা দল আরামবাগে পলাতক জঙ্গিদের আস্তানায় হানা দেয়। সেখানে রাজমিস্ত্রির কাজ করছিলেন এই দু’জন। বেশ কয়েক মাস ধরে রাজমিস্ত্রির পরিচয়েই গা ঢাকা দিয়েছিল দু’জন। কদর বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা এবং কাওসারের খুব ঘনিষ্ঠ ছিল বলে দাবি গোয়েন্দাদের। জেএমবি-র খাগড়াগড় মডিউলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিল সে। ২০১৪ সালে খাগড়গড় বিস্ফোরণের পর থেকেই পলাতক ছিল সে। বীরভূমে জেএমবি-র মডিউলের দায়িত্বে থাকা কদর সংগঠনের তহবিল তৈরি করা থেকে শুরু করে প্রশিক্ষণের বন্দোবস্তও করেছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।
অন্যদিকে হাবিবুর ওরফে সাজ্জাদও ওই মডিউলেরই গুরুত্বপূর্ণ সদস্য। এনআইএ গোয়েন্দারা জানিয়েছেন, আজ মঙ্গলবার দু’জনকেই কলকাতার বিশেষ এনআইএ আদালতে পেশ করা হবে।
পিবিএ/জিজি