পিবিএ ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে এক বিজেপি কর্মী ও তাঁর দুই ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। একইসাথে অপর আরেকজন খুন হয়েছেন। তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অপরাধীরা থানায় এসে আত্মসমর্পণ করেছে। রবিবার মহারাষ্ট্রের জলগাঁও এলাকায় এই ঘটনা ঘটেছে।
মহারাষ্ট্র পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই বিজেপি কর্মীর নাম রবীন্দ্র খারাট। রবিবার তিনি সপরিবার বাড়িতেই ছিলেন। হঠাৎই দেশি পিস্তল এবং ছুরি নিয়ে অতর্কিতে বাড়িতে ঢুকে পড়ে তিন দুষ্কৃতিকারী। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। সবাইকে গুলি করে খুন করে পালায় তারা। পরে অবশ্য নিজেরাই থানায় গিয়ে আত্মসমর্পণ করে তিন তিন দুষ্কৃতিকারী। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে।
এদিকে, গুলিবিদ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ৫৫ বছর বয়সী রবীন্দ্র খারাটের সঙ্গে খুন করা হয় তাঁর দুই ছেলে প্রেমসাগর (২৬) ও রোহিতকে (২৫)। বাড়িতে সে সময় গাজরে নামে আরও এক ব্যক্তি ছিলেন, খুন হন তিনিও।
পুলিশ বলছে, আত্মসমর্পণকারী দুষ্কৃতিকারীদের জিজ্ঞাসাবাদ চলছে। ঠিক কী কারণে এই খুনের ঘটনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পিবিএ/ইকে