ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে নিহত ১০৭

ভারতের উত্তরপ্রদেশে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন শিশু, নারী সহ কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন। ওই প্রদেশের হাথরাসে এ ঘটনা ঘটে মঙ্গলবার। সেখানে ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শত শত মানুষ। স্থানীয় একজন গুরুর সম্মানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। কি কারণে পদদলনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ খবর দিয়ে এনডিটিভি বলছে, স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারের ভিডিও ফুটেজে দেখা গেছে বাসে এবং টেম্পোতে করে সেখানে বেশ কিছু মৃতদেহ নেয়া হয়েছে। সঙ্গে ছিলেন শোকে স্তব্ধ আত্মীয়রা। এই প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বিষয়টি তদারক করছিলেন। তার নির্দেশনায় একটি কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করবে।

শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট দ্রুপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন তারা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, উত্তর প্রদেশ সরকারকে সব রকম সহযোগিতা দেবে কেন্দ্রীয় সরকার। হাথরাস জেলা ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বলেন, কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৫০ থেকে ৬০ জন মানুষ নিহত হয়েছেন। তবে ইটাহ জেলার কর্মকর্তারা নিশ্চিত করেছেন আরও ২৭ জন নিহত হয়েছেন। আশিষ কুমার আরও বলেন, হাথরাসে সিকান্দ্রা রাও পুলিশ স্টেশনের অধীনে ফুলরাই গ্রামে এই পদদলনের ঘটনা ঘটে। আহতদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হচ্ছিল। কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসকরা বলছেন নিহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। এটা একটি প্রাইভেট ইভেন্ট ছিল। তাদেরকে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অনুমতি দিয়েছিল। প্রশাসন নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছিল।

কিন্তু অন্য ব্যবস্থাপনা আয়োজন করার কথা ছিল তাদের। ইটাহ-এর মুখ্য মেডিকেল কর্মকর্তা ড. উমেষ কুমার ত্রিপাঠি বলেন, আমরা ২৭টি দেহ পেয়েছি। এর মধ্যে ২৫টি নারীর। দুটি পুরুষের। আহত কিছু ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে পদদলনের খবর শুনেছেন তিনি। ইটাহ-এর এসপি রাজেশ কুমার বলেন, পদদলনে নিহত হয়েছে তিনটি শিশু। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের হাসপাতালে ২৭টি মৃতদেহ নেয়া হয়েছে। তার মধ্যে ২৩টি নারীর। তিনটি শিশুর।

আরও পড়ুন...