ভারতে নির্বাচন: পাকিস্তানে হামলার ইস্যুতে ভোট চাইছেন মোদি

বালাকোটে হামলা
মহারাষ্ট্রের জনসভায় ভোট চাইছেন মোদি

পিবিএ ডেস্ক: গত মাসেই ভারতের নির্বাচনের তফসিল ঘোষণা করার দেশটির নির্বাচন কমিশনের তরফ থেকে সতর্ক করা হয় যে, ভোটের প্রচারে সশস্ত্র বাহিনীর প্রসঙ্গ টেনে আনা যাবে না।কিন্তু বিজেপি নির্বাচন কমিশনের সতর্কতা অগ্রাহ্য করে নির্বাচনী প্রচারণায় সশস্ত্র বাহিনীকে টেনে আনছে।পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে বিমান হামলার কথা মনে রেখে ভোট দিতে প্রথম ভোটারদের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।সম্প্রতি মহারাষ্ট্রের একটি জনসভা থেকে তিনি তরুণ ভোটারদের কাছে এ অনুরোধ করেন।প্রধানমন্ত্রী বলেন, ”আপনাদের প্রথম ভোট কি ওই বীর জওয়ানদের কথা ভেবে দেওয়া যেতে পারে?”

তার এ অনুরোধের পর বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিক্রিয়া দিয়েছে।নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও।ইতোমধ্যে মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

বিরোধীরা এমনিতেই অভিযোগ করে আসছে সশস্ত্র বাহিনীর কৃতিত্বকে ভোটের প্রচারে লাগাচ্ছে বিজেপি। মানে বিজেপির দাবি তারা ছাড়া আর কেউ যেন দেশের কথা ভাবে না। বিরোধীদের এমন দাবির মাঝেই বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য লালকৃষ্ণ আদবানীর লেখা ব্লগ প্রকাশ্যে আসে। তাতে অটল বিহারী বাজপেয়ী সরকারের এই প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লেখেন, যাঁরা বিরোধিতা করে তাঁদের দেশদ্রোহী বলার রীতি আমাদের দলে নেই। জনসভা থেকে মোদীর মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরের এক জনসভা থেকে মঙ্গলবার তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য কাজ করে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি যদি ভেবে থাকেন যে, ভারতীয় সেনা তাদের সম্পত্তি, তাহলে খুব ভুল করবে। একই দিনে রায়গঞ্জের সভা থেকে মমতা বলেন, প্রধানমন্ত্রীর কাজকর্ম দেখেলে হিটলার পর্যন্ত আত্মহত্যা করতেন।
পিবিএ/এএইচ

আরও পড়ুন...