পিবিএ ডেস্ক: ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এরই মধ্যে জলমগ্ন হয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক ও কেরালা রাজ্য। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তাছাড়া নদ-নদীর পানি উপচে পড়ায় রাজ্যগুলোর প্রায় আড়াই লাখের বেশি লোক পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।
যদিও এখন পর্যন্ত তাদের অধিকাংশকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। রাজ্যগুলোর বেশিরভাগ জেলায় গত এক সপ্তাহে প্রায় ৬৭০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যে কারণে অতিরিক্ত পানির চাপ কমাতে এরই মধ্যে কয়েকটি বাঁধের মুখ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর এতেই স্থানীয় নদীগুলোর পানি বেড়ে বন্যা দেখা দেয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’।
এ দিকে পুনে অঞ্চলের বিভাগীয় প্রশাসক দীপক মহাইসকর বলেন, ‘রাজ্যগুলোর জলাধারগুলো এরই মধ্যে জলে পূর্ণ হয়ে গেছে। তাই অতিরিক্ত বৃষ্টিপাত ফলে নদীতে পানি ছেড়ে দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় থাকে না।’
তিনি আরও বলেন, ‘আগামী তিন দিনও এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।’ অপর দিকে দিল্লি থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, বন্যায় আগাম সতর্কতা হিসেবে কর্তৃপক্ষ হেলিকপ্টারযোগে দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে উদ্ধারকারী দলের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য পাঠিয়েছে। তাছাড়া মুম্বাই ও ব্যাঙ্গালোরের মধ্যবর্তী একটি মহাসড়কের কয়েকটি অংশ ডুবে যাওয়ায় সেখানে প্রায় হাজার হাজার ট্রাক আটকা আছে বলেও বিবৃতিতে জানানো হয়।
এর আগে গত সোমবার (৫ আগস্ট) থেকেই বন্যাক্রান্ত অঞ্চলগুলোর সকল স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া ভালো হলে চলতি সপ্তাহেই সেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে পারে বলে এরই মধ্যে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।
বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়ায় বর্ষাকাল চলাকালে প্রায়ই এমন বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে বহু লোকের প্রাণহানিসহ ঘর ছাড়া হয় প্রায় লক্ষাধিক মানুষ।
পিবিএ/বাখ