ভারতে বিমান বাহিনীর ঘাঁটির কাছে অগ্নিকাণ্ডে ৩০০ গাড়ি পুড়ে ভস্মিভূত

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পিবিএ ডেস্ক: ভারতে বিমান বাহিনীর ঘাঁটির কাছে এক অগ্নিকাণ্ডে প্রায় ৩০০ গাড়ি পুড়ে গেছে। আজ শনিবার দুপুর ১২টা ১৭ মিনিটে বিমান বাহিনীর এক অনুষ্ঠান চলাকালে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের স্থানে অসংখ্য গাড়ি পার্কিং করা ছিল। গাড়ি সরিয়ে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির আগুন নিয়ন্ত্রণ বিভাগ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হযেছে, অগ্নিকাণ্ডস্থল থেকে প্লেন প্রদর্শনীস্থল বেশ দূরেই। এ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় প্লেন প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসা পর্যন্ত কোনো প্লেনই আকাশে ওড়েনি।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...