পিবিএ ডেস্ক: লোকসভা নির্বাচনের মাঝেই ভারতের মহারাষ্ট্রের গড়চিরৌলিতে আবারো মাওবাদীরা হামলায় গাড়ি চালক ও পুলিশ কর্মী সহ ১৫ জনের মৃত্যু হয়েছে।
আজ সকালে একটি শক্তিশালী আইডি বিস্ফোরণে পুলিশের গাড়ি উড়ে যায়।
মাওবাদীরা এই এলাকায় একটি হামলা করে। রাস্তার ধারে রাস্তা নির্মাণের জন্য ২৫টি মেশিন রাখা ছিল। ভোর সাড়ে তিনটে নাগাদ সেগুলিকে পুড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনার তদন্ত করতে যাচ্ছিল পুলিশ।
কয়েক সপ্তাহ আগে প্রথম দফার নির্বাচন শুরুর আগের দিন এই এলাকারই একটি নির্বাচনী বুথের বাইরে বিস্ফোরণ হয়। তাতে কেউ আহত হননি। তার আগের দিন এখানে একটি আইইডি বিস্ফোরণ হয় তাতে এক সিআরপিএফ জওয়ান আঘাত লাগে।
গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের ছাড়া হবে না। যে সমস্ত মানুষের জীবন গিয়েছে তাও ব্যর্থ হবে না। গত এপ্রিল মাস থেকে ছত্রিশগড় থেকে শুরু করে মহারাষ্ট্রের এই এলাকায় এ নিয়ে চারবার হামলা হয়েছে।
ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এর সাথে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।