ভারতে মোট ভাষা ১৬৫২ টি

পিবিএ ফিচার: ১৯৬১ সালের হিসেব অনুসারে ভারতীয় ভাষার যে তালিকা তৈরি করা হয়, তাতে রয়েছে ১ হাজার ৬৫২টি ভাষা। এর সবই যে এখনও কথ্য হিসেবে চালু রয়েছে তা নয়। দেশের প্রধান ছ’টি ভাষা হল— হিন্দি, বাংলা, তেলুগু, মারাঠি, তামিল এবং উর্দু। এর প্রত্যেকটি ভাষাতেই কমপক্ষে ৫ কোটি মানুষ কথা বলেন।


এছাড়াও ১২২টি ভাষায় কথা বলেন ১০ হাজারের বেশি মানুষ। পৃথিবীর বহু দেশে জাতীয় ভাষা থাকে। বহু ভাষার ভারতে কোনও জাতীয় ভাষা নেই। সরকারি ভাষা হিসেবে হিন্দি ও ইংরেজি ব্যবহার করা হয়।

ভারতে প্রধান ভাষা ২২টি। তেরো ধরনের স্ক্রিপ্টে প্রায় ৭২০টি কথ্যরূপে এই ভাষা প্রচলিত। ভারতে হিন্দিতে ৪ কোটি ২০ লাখেরও বেশি মানুষ কথা বলেন। ব্যাপকভাবে প্রচলিত ভাষাসমূহের মধ্যে বাংলায় কথা বলেন ৮ কোটি ৩০ লাখ মানুষ, তেলেগুতে ৭ কোটি ৪০ লাখ মানুষ ও মারাঠিতে ৭ কোটি ২০ লাখ মানুষ।

পিবিএ/জেআই

আরও পড়ুন...