পিবিএ,ডেস্ক: ভারত দাবি করছেন কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পরই সেখানে অশান্তি ছড়াতে যেন উঠেপড়ে লেগেছে পাকিস্তান। আফগানিস্তান থেকে ভারতে ১০০ উচ্চ প্রশিক্ষিত জঙ্গিকে অনুপ্রবেশ করাতে চাইছে পাকিস্তান। এমনই ভয়ঙ্কর তথ্য মিলেছে গোয়েন্দা রিপোর্টে।
শুধু তাই নয়, ওই রিপোর্টে বলা হয়েছে ১৫ জন জৈশ জঙ্গি নিয়ন্ত্রণরেখা বরাবর লিপা ভ্যালির লঞ্চপ্যাডে ভারতে অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে। পাকিস্তানের মূল উদ্দেশ্যই হল কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে সেখানে অশান্তি সৃষ্টি করা এবং পরবর্তীতে আন্তর্জাতিক মহলকে সেটা দেখিয়ে বোঝানো ভারত সরকারের সিদ্ধান্তের জন্যই অশান্ত হয়েছে উপত্যকা।
গোয়েন্দা রিপোর্টে আরও জানানো হয়েছে, আগামী কয়েকসপ্তাহেই বড়সড় জঙ্গি হামলা হতে পারে ভারতে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে নিশানা বানাতে পারে জঙ্গিরা। ইতিমধ্যে জৈশ প্রধান মাসুদ আজহারের ভাই মুফতি রউফ আজগার গত ১৯ এবং ২০ আগস্ট শীর্ষ জঙ্গিনেতাদের সঙ্গে ভাওয়ালপুর হেডকোয়ার্টারে বৈঠকও সেরেছে।
তবে কাশ্মীরে বর্তমানে লুকিয়ে থাকা জঙ্গিরা কেউ উচ্চপ্রশিক্ষিত না হওয়ার কারণেই জঙ্গিনেতারা চাইছে, আফগানিস্থান থেকে হোক বা অন্য কোনও উপায় ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে বড়সড় নাশকতার ঘটনা ঘটাতে। তবে এই গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পর ইতিমধ্যে নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে।
পিবিএ/ইকে