ভারতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ইঙ্গিত সালমানের

salman

পিবিএ ডেস্ক : পাকিস্তানের মাটিতে পা রেখে ২,০০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্ম্দ-বিন-সালমান। তার ৪৮ ঘণ্টার মধ্যে ভারতে এসে তার বার্তা, দুই বছরে এদেশে অন্তত ১০ হাজার কোটি ডলারের বিনিয়োগের সম্ভাবনা দেখতে পাচ্ছেন তিনি।

তবে বিশেষজ্ঞেরা বলছেন, এই ঘোষণা প্রত্যাশিত। কারণ, তেল-গ্যাসের চাহিদা বৃদ্ধির হারের নিরিখে চীনকে টেক্কা দিয়ে ভারত বিশ্বে দ্রুততম। তাই এমন বাজারের দেশে নিজের প্রথম সরকারি সফরে সৌদি যুবরাজ যে এ কথা বলবেন, তা স্বাভাবিক। বিশেষত, যেখানে এ দেশের তেল শোধন, পেট্রোপণ্যে লগ্নির কথা আগেই জানিয়েছিল রিয়াদ। স্পষ্ট বলেছে, এখানে পেট্রল পাম্প খুলতে তাদের আগ্রহের কথা।

তবে এই লগ্নি-আগ্রহ শুধু তেল, পেট্রোপণ্যে আটকে নেই। ছড়িয়েছে কৃষি, অবকাঠামো ইত্যাদিতেও। ফালি বলেন, ভারতের বাজার খুলে দেওয়া নিয়ে তাদের উৎসাহের কথা। তার দাবি, ‘তেল সৌদি ও ভারতের মধ্যে সেতু ঠিকই। তবে আমরা শুধু বিক্রেতা বা ক্রেতা নই, লগ্নিকারী।‘ এদিন টিসিএস, উইপ্রো, গ্লেনমার্কসহ ১৫টি ভারতীয় সংস্থাও সৌদিতে লগ্নি চুক্তি করেছে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...