ভারতে ১৫ জন ইতালীয় পর্যটক করোনাভাইরাসে আক্রান্ত


পিবিএ ডেস্ক : ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গেছে। ভারতে বেড়াতে আসা ১৫ জন ইতালীয় পর্যটক এবং তাদের সঙ্গে থাকা এক ভারতীয় চালকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রমাণ মিলেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ জন। গত মাসে ইতালি থেকে ২৩ জনের একটি পর্যটক দল রাজস্থান ভ্রমণে এসেছিল। সব মিলিয়ে গত তিন দিনের হিসাব ধরলে দেশে ২৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

বুধবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি জানিয়েছেন, তাদের মধ্যে ছয়জন দিল্লির সেই ৪৫ বছর বয়সী ব্যক্তির পরিবারের সদস্য যার শরীরে সোমবার করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে।

গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এখনও পর্যন্ত ৮০টি দেশে সেটি ছড়িয়ে পড়ার কথা জান‌া গেছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ২ শতাধিক মানুষের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০,০০০। সূত্র: এনডিটিভি

পিবিএ/জেডআই

আরও পড়ুন...