ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও চোখ রাঙ্গাচ্ছে বৃষ্টি

পিবিএ স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরে দল গুলোর ভাগ্য গড়ে দিচ্ছে বৃষ্টি। আজকের ভারত-নিউজিল্যান্ডের ম্যাচেও চোখ রাঙ্গাচ্ছে বৃষ্টি। এই বিশ্বকাপে এরই মধ্যে ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। আশঙ্কা করা হচ্ছিল সামনের ম্যাচগুলোতেও বৃষ্টির বাধা চলবে। নটিংহ্যামের আবহাওয়া পূর্বাভাস বলছে একটি ইনিংসের সময় ভেসে যাতে পারে বৃষ্টিতে। ম্যাচ পতিত্যক্ত না হলেও হয়তো কার্টেল ওভারের ম্যাচ হবে আজ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিট থেকে শুরু হবে।
ইংল্যান্ডে গত ক’দিন ধরেই চলছে টানা বৃষ্টিপাত। সোমবার উইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর মঙ্গলবার ভেসে গেছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচও। আর চলতি সপ্তাহের প্রায় পুরোটাই নটিংহ্যামে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যার ফলে নটিংহ্যামে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। এ নিয়ে এরই মধ্যেই প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

ইংল্যান্ডের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে একটা ইনিংস বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের বিরতিতে প্রবল বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ট্রেন্টব্রিজে।

এরই মধ্যে দুই দল পৌঁছে গেছে ট্রেন্টব্রিজে। ওদিকে, বৃষ্টি-বাধায় ম্যাচের আগেরদিন প্রস্তুতিও ঠিকমতো সারতে পারেনি কোনো দলই।

পিবিএ/বা.খ:

আরও পড়ুন...