পিবিএ,ডেস্ক: ভারত ও নেপালে মৌসুমি বন্যায় মৃতের সংখ্যা অন্তত ৩০৬ জন। এর মধ্যে নেপালে মার গেছেন অন্তত ১০৮ জন ও ভারতের আসাম ও বিহার অঙ্গরাজ্যে মারা গেছেন অন্তত ১৯৮ জন । কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে।
খবরে বলা হয়, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাত হওয়ার কারনে বিহারের বন্যা পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। সেখানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৭জন। সবমিলিয়ে বিহারে বন্যায় মৃতে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জনে। অন্যদিকে, আসামে প্রাণ হারিয়েছেন ৭৪। এর মধ্যে গত ৪৮ ঘণ্টায় মারা গেছেন ৭ জন।
বিশেষজ্ঞরা বলছেন, নেপাল ও তরাই অঞ্চলে অবিরাম বর্ষণের কারণেই বিহারের বন্যাপরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। কোশি, মহানদী, কমলা বালান, বাগমতীতে এখন বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। বীরপুর ব্যারেজের পানিও ক্রমে বাড়ছে। মুজফফরপুর, দ্বারভাঙা ও পূর্ণিয়াতে আঘাত হেনেছে বন্যার পানি। বিহারের বিপর্যয় মোকাবিলা বিষয়ক মন্ত্রী লক্ষ্মীশ্বর রাই জানান, ত্রাণ ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধারে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
এদিকে, নেপালে ১০৮ জন নিহতের পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরো ৩৩ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বৃহস্পতিবার জানায়, ১১ জুলাই থেকে টানা বর্ষণে তীব্র বন্যার শিকার হয়েছে নেপাল। দেশটির অর্ধেকের বেশি জেলা এখন বন্যাক্রান্ত।
উল্লেখ্য, ভারত ও নেপালে সাধারণত জুন মাস থেকে বর্ষাকালীন বৃষ্টির শুরু হয় ও তা চলে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়টুকু উভয়দেশের জন্য বেশ সঙ্কটপূর্ণ। প্রায় প্রতি বছরই এই মৌসুমে অঞ্চলটিতে মারা যায় অসংখ্য মানুষ ও ক্ষতিগ্রস্ত হয় বিপুল পরিমাণ জমি। গত বছর আসাম ও কেরালায় বন্যা, ভূমিধস ও বৃষ্টি সংক্রান্ত কারণে প্রাণ হারান ১ হাজার ২০০’র বেশি মানুষ।
পিবিএ/ইকে