পিবিএ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে দুই দেশের মধ্যে যা চলছে, তা ভয়ঙ্কর। আমরা চাই এই হিংসা এবার বন্ধ হোক। আমরা এটা (হিংসা থামানোর প্রক্রিয়া)-র সঙ্গে প্রবলভাবে যুক্ত’। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর এদিন ওভাল অফিসে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, ‘ভারত অদূর ভবিষ্যতে শক্তিশালী পদক্ষেপ করার চেষ্টা করছে। এই হামলায় ভারতের প্রায় ৫০ জন সেনা মারা গিয়েছেন। ভারতের অবস্থানটাও আমরা বুঝতে পারছি’। তিনি জানান, তার প্রশাসন এই দুই দেশের সঙ্গেই কথা চালাচ্ছে। ট্রাম্প আরও বলেন, ‘দুই পক্ষেরই অত্যন্ত ভারসাম্য রেখে চলা দরকার। যে ঘটনা ঘটেছে, তারপর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে বহু সমস্যার জন্ম দিয়েছে’।
কূটনৈতিকভাবে পাকিস্তানকে একঘরে করে দেওয়ার প্রক্রিয়াও ভারত শুরু করে আন্তর্জাতিক মহলে। গতকাল শুক্রবার পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতকে সতর্ক করে দিয়ে বলা হয়, ভারতের এই ব্যবহারের পালটা জবাব দেওয়ার ক্ষমতা আছে পাক সেনার।
পিবিএ/জিজি