ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে ভূমিকা রেখেছে চীন

চীনের প্রধানমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই

পিবিএ, ডেস্ক : চীনের প্রধানমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই বলেছেন, সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনা দেখা দিয়েছিল তা কমাতে বেইজিং গঠনমূলক ভূমিকা রেখেছে।

চীনা ন্যাশনাল পিপল’স কংগ্রেসের ত্রয়োদশ অধিবেশনের অবকাশে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। ওয়াং ই বলেন, “চীন প্রথম থেকেই দু দেশের পক্ষ থেকে ধৈর্য ও উত্তেজনা প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়ে আসছিল। আমরা আশা করি ভারত ও পাকিস্তান সংঘাতের পরিবর্তে সংলাপের পথ বেছে নেবে, সদিচ্ছা দিয়ে মতবিরোধ দূর করবে এবং সহযোগিতার মাধ্যমে উন্নত ভবিষ্যত গড়বে।”

এক প্রশ্নের জবাবে ওয়াং ই বলেন, পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক হচ্ছে লৌহ প্রাচীরের মতো। তিনি আরো বলেন, ভারত ও পাকিস্তান চলমান উত্তেজনা কমানোর বিষয়ে যে আগ্রহ দেখিয়েছে চীন তাকে স্বাগত জানায়।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং দু পক্ষকে মূল ঘটনা খুঁজে বের করার এবং সংলাপের মাধ্যমে তার সমাধান করার পরামর্শ দিয়েছে তবে দুপক্ষকেই পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...