পিবিএ,স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। এই ম্যাচ নিয়ে দুই দলের দর্শকদের কত যে অদ্ভুত কাণ্ড দেখা যায় নেট দুনিয়ায়। এবার এই নেট দুনিয়ার অদ্ভত এক কাণ্ড করে বসলেন ক্রিস গেইল । ম্যাচ শুরুর কয়েক মুহূর্ত আগে একটি ছবি পোস্ট করে নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন ক্রিস গেইল।
কী এমন কাণ্ড যে শোরগোল ফেলে দিলেন ক্রিস গেইল? বিশেষ একটি স্যুট পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন ক্রিস গেইল। আর সেই ছবির পোস্টে ক্যাপশনে তিনি লিখছেন, ‘ভারত পাকিস্তান স্যুটে আমি রকিং। সবাইকে ভালোবাসা এবং শ্রদ্ধা। সত্যিই এই পোশাকটা আমার খুব পছন্দের এবং ২০ সেপ্টেম্বর আমার বার্থ ডে পার্টিতে এই স্যুটটাই পরব।’
পিবিএ/বাখ