ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত

চলমান এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। রোববার কলম্বোতে সুপার ফোরের ম্যাচে মাঠে নামে দু’দল। তবে বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে ম্যাচটি।

এর আগে পাল্লেকেলেতে এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ পণ্ড হয়েছিল। কারণ ওই বৃষ্টিই। সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচেও সেই শঙ্কা ছিল। ফলে দর্শক কমার সম্ভাবনা ছিল। তাই টিকিটের দাম কমিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, এসএলসির নতুন সিদ্ধান্তেও কাজ হয়নি। রোববার ইন্দো-পাক ম্যাচেও দর্শকের পর্যাপ্ত সমাগম ঘটেনি।

এদিন কলম্বোর আর প্রেমাদাসে স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফলে প্রথমে ব্যাটিং করতে নামে রোহিত শর্মার দল।

খেলার শুরুতে ঢিমেতালে দর্শক এসেছে। ধারণা করা হয়েছিল, দুই দলের দ্বৈরথ শুরু হলে দেদারসে তাদের আগমন বাড়বে। তবে বাস্তবে তা পরিলক্ষিত হয়নি।

আবহাওয়ার পূর্বাভাসে এদিনও বৃষ্টির সম্ভাবনা ছিল। মনে করা হচ্ছে, এই কারণেই ভারত-পাকিস্তান খেলা দেখতে আসেননি পর্যাপ্ত দর্শক। ফলে ভেন্যুর অনেক আসন ফাঁকা রয়েছে।

স্টেডিয়ামের সি ও ডি আপার ব্লক সেকশনের টিকিটের দাম কমিয়ে ১০০০ লঙ্কান রুপি নির্ধারণ করা হয়েছে। আর লোয়ার ব্লকের আসনের দর ধরা হয়েছে ৫০০ রুপি।

পাক-ভারত লড়াইয়ে টিকিটের মূল্য কমানো হলেও ফাইনালের জন্য সেই সিদ্ধান্ত নেয়া হয়নি। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচেও বৃষ্টি হতে পারেন। কারণ, শ্রীলঙ্কায় এখন চলছে বর্ষার মৌসুম।

আরও পড়ুন...