বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বাধ্য: আইসিসি

ভারত-পাকিস্তান খেলা
ভারত-পাকিস্তান ম্যাচ। ফাইল ছবি: এএফপি

পিবিএ ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) -এর চিফ এক্সিকিউটিভ অফিসার ডেভ রিচার্ডসন সোমবার জানিয়েছেন, বিশ্বকাপে ভারত-পাকিস্তান মাচ না হওযার কোনও কারন নেই, দুই দলই চুক্তি অনুযায়ী এই ম্যাচ খেলতে বাধ্য। গ্রুপের ম্যাচে ১৬ জুন ম্যানচেস্টারে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতের। পুলওয়ামায় জঙ্গি আক্রমণের পর বিশ্বকাপ ২০১৯ -এ পাকিস্তানের বিরুদ্ধে না খেলার দাবি উঠতে শুরু করে। যে আক্রমণে ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিলেন। এই দাবির পর সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের পক্ষ থেকে আইসিসি-কে চিঠি লিখে এমন দেশকে বয়কট করার কথা বলা হয় যেখানে আতঙ্কবাদের জন্ম হয়।

রিচার্ডসন বলেন, ‘‘আইসিসির ইভেন্টে সব দল একটা চুক্তিতে সই করেছে। যার ফলে তাদের সব ম্যাচে অংশ নিতে হবে। আর যদি এমন কোনও কারনে সেটা না হয় তা হলে এবং খেলার মতো পরিস্থিতি থাকে তা হলে খেলতে নামা দলকে সেই পয়েন্ট দিয়ে দেওয়া হবে।”

পাকিস্তান ম্যাচ ছাড়ার জন্য তৈরি থাকা উচিৎ ভারতের: গৌতম গম্ভীর

ভারত বিশ্বকাপের আসরে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চাওয়া যে গ্রহনযোগ্য হবে না তা অনেক আগেই বুঝিয়ে দিয়েছিল আইসিসি। কিন্তু ভারতের দাবির বিরুদ্ধে নতুন দাবি নিয়ে আইসিসির কাছে আর্জি জানাতে গিয়ে জোড় ধাক্কাও খেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

নিরাপত্তাই আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ: আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর

ভারতীয় দল সেনাবাহিনীর আদলে টুপি পড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাঁচীতে ম্যাচ খেলতে নেমেছিল। সেটা ক্রিকেটের নিয়ম বহির্ভূত বলে দাবি করে ভারতের শাস্তি চেয়েছিল পিসিবি। কিন্তু আইসিসি জানিয়ে দেয়, ভারত অনুমতি নিয়েই ওই টুপি ব্যবহার করেছে।

রিচার্ডসন বলেন, ‘‘আইসিসির লক্ষ্য খুব পরিষ্কার। আমরা রাজনীতি এবং খেলাকে মিলিয়ে ফেলতে চাই না।”

এর সঙ্গে তিনি এও জানিয়ে দেন, ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হবে কিনা সেটা দুই বোর্ডেরই সিদ্ধান্ত নিতে হবে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...