ভারত সফরের জন্য প্রস্তুত হচ্ছেন মাহমুদউল্লাহ

পিবিএ,ঢাকা: মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম অংশের নাম।আন্তর্জাতিক ব্যাস্ততা শেষ আগামী মাসের ভারতের সাথে সিরিজের জন্য সবার মতো নিজেকেও তৈরী করছেন। তার অলরাউন্ড খেতাব টাও বেশ মানানসই। যা পারফরম্যান্স এর মাধ্যমে অনেকবার প্রমান করেছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের অনিবার্য একজন খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ।বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে অন্য সবার মতো তার অবদান কম নয়।সাকিব,মাশরাফি, তামিম,মুসফিকদের মত নির্ভরশীল বলে এই ৫ জনকে একমিলে পঞ্চপাণ্ডব বলে আখ্যায়িত করেন অনেকেই।

ক্যারিয়ারের শুরু থেকে অনেক উত্থান পতন এর মাঝে নিজেকে প্রমান করলেও এখন দলের একজন অনিবার্য সদস্য তিনি।যেখানে একজন ব্যাটসম্যান হিসেবে আবির্ভাব হলেও বল হাতে কম জাননি মাহমুদ উল্লাহ। দলের প্রয়োজনে যেকোন সময় হাত ঘুরিয়ে ব্রেকথ্রু এনে দিতে অত্যন্ত পারদর্শী।

বাংলাদেশের হয়ে মাহমুদ উল্লাহ রিয়াদের রেকর্ড কম নয়। প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন তিনি। তাছাড়া অনেক সময় তার অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পেয়েছে বাংলাদেশে। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার সাথে জেতানো ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটে অনন্য দৃষ্টি স্থাপন করে আছে।

সম্প্রতি জাতীয় লিগের প্রস্তুতি নিয়ে সবাই ব্যাস্ত থাকলেও মিরপুরের একাডেমি মাঠে নিজের প্ল্যান এ ঘাম ঝরাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এবিষয়ে জানতে চাইলে মাহমুদ উল্লাহ বলেন, এক দুটি ম্যাচে পাল্টে যাবে দৃশ্যপট। শর্ট বল এর উপর নিজেকে আরও মনোনিবেশ করার চেস্টা করতেছি। তাছাড়া ভারতের সাথে সিরিজ এতো সহজ হবেনা জেনে নিজেকে প্রস্তুত করছি যেন দলের প্রয়োজনে অবদান রাখতে পারি।

পিবিএ/ইকে

আরও পড়ুন...