ভারত সীমান্তে পাকিস্তানের বিশেষ কমান্ডো ফোর্স

পিবিএ ডেস্ক: ভারতীয় গণমাধ্যম দাবি করেছে পাকিস্তান এবার গুজরাট সীমান্তে বিশেষ কমান্ডো ফোর্স মোতায়ন করেছে। কাশ্মীর নিয়ে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখই এই সংবাদ দিলো ভারতীয় গণমাধ্যম।

বুধবার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গুজরাট সীমান্তের ওপারে পাকিস্তান সেনাবাহিনী তাদের বিশেষ বাহিনী এসএসজি ব স্পেশাল সার্ভিস ফোর্স মোতায়েন করেছে। ইকবাল-বাজওয়া নামের একটি পাক পোস্টে তাদের মোতায়েন করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রের দিয়ে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় গণমাধ্যম বলছে, বুধবার বিকেল নাগাদ আচমকাই গুলি চালায় পাক রেঞ্জার্স৷ জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দারবনি সেক্টরে এই গুলি চালানো হয়।

পাক রেঞ্জার্স গুলি চালানোর সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনা৷ সংবাদসংস্থা এএনআই জানায়, প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানই৷ শনিবার ভারতীয় সেনার প্রত্যাঘাতে গুঁড়িয়ে গিয়েছিল পাক সেনার একাধিক ছাউনি৷

মঙ্গলবারও সকাল ১১টা নাগাদ পুঞ্চের কৃষ্ণা ঘাঁটি লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে পাক সেনা৷ এর প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনা৷ রোববার সন্ধ্যা থেকে জম্মু-কাশ্মিরের রাজৌরি, সুন্দরবনি সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনারা৷

অভিযোগ উঠেছে, কোনো প্ররোচণা ছাড়াই এলওসির এপারে হেভি শেলিং করতে শুরু করে পাকিস্তান৷ পাল্টা কড়া ভাষায় জবাব দিতে থাকে ভারতও৷ দুই পক্ষের গোলাগুলিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় সীমান্তে।

ওদিকে, আবার জঙ্গি উপস্থিতির সম্ভাবনাকে মাথায় রেখে মধ্যপ্রদেশে জারি করা হয়েছে হাই অ্যালার্ট৷ রাজ্যের আটটি জেলায়, বিশেষ করে সীমান্তের জেলাগুলিতে আফগান জঙ্গি প্রবেশ করে থাকতে পারে এমন খবর গোপন সূত্রে জানতে পারার পর নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ৷ ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়ে গেছে বলে খবরে বলা হয়েছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...