পিবিএ,ঢাকা: বাংলাদেশে সফররত কাতার আর্মড ফোর্সের ডেপুটি চীফ অব স্টাফ (এডমিন) রবিবার (১৭ সেপ্টেম্বর) বনানীস্থ নৌসদর দপ্তরে ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ আনোয়ার হোসেন, এনজিপি, পিসিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সৌজন্য সাক্ষাতকালে ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ সফরের জন্য কাতার ডেপুটি চীফ অব স্টাফকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে তারা দু’দেশের প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। কাতার আর্মড ফোর্সের ডেপুটি চীফের এ সফরের মধ্য দিয়ে বন্ধুপ্রতিম দেশ কাতার ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক উন্নয়নসহ প্রশিক্ষণ ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।