আকরাম হোসাইন,রাবি: ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনার কারণে মামলা জট অর্ধেকে কমে এসেছে। এর মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তি সম্ভব বলে মন্তব্য করেছেন
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসিতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
‘কারেন্ট ট্রেন্ড অব জুডিশিয়াল ডিসিশন ইন বাংলাদেশ ” শীর্ষক সেমিনারটি শুক্রবার সন্ধ্যায় আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।
বিচারপতি ইমান আলী বলেন, “ভার্চুয়াল কোর্টের বিচারব্যবস্থায় মেডিয়েশন বিষয়টি জনপ্রিয় হচ্ছে কারণ এটির অন্যতম গুণ হচ্ছে সম্পর্ক বজায় থাকে।
প্রবেশন সম্পর্কে তিনি বলেন, এর মধ্যে রয়েছে মসজিদ পরিস্কার করা, নামাজ পড়া, বই পড়াসহ অন্যান্য নৈতিক কাজ করা । এতে করে একজন মানুষ নিজেকে সংশোধন করার সুযোগ পায়। এভাবে ১০ জন অপরাধীর মধ্যে ৭ জনই সংশোধিত হয়। ফলে অপরাধীর সংখ্যা কমে যায়।সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দার ও খিজির আহমেদ চৌধুরী।
এছাড়া সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. চৌধুরী মো. জাকারিয়া, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহসান কবির।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. হাসিবুল আলম প্রধান। এরপরই পেপার উপস্থাপন করেন বিভাগটির অধ্যাপক আবু নাসের মো. ওয়াহেদ। এতে বিভাগটির শিক্ষক, আইনজীবী ছাড়াও অন্তত তিনশতাধিক শিক্ষার্থী অংশ নেন।