পিবিএ,ভালুকা: ভালুকা উপজেলার ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী কে এম আজাহার মাহমুদ খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রবিবার সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ সুলতানা, সহকারী শিক্ষক আরিফুল ইসলাম ও অভিভাবক শামীমুজ্জামান প্রমুখ। বক্তারা ন্যাক্কারজনক এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতারসহ শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারী স্কুল চলাকালীন সময়ে ওই এলাকার সোহেল রানাগংদের হামলায় মারাত্মকভাবে আহত হন দপ্তরী কে এম আজাহার মাহমুদ খান। এ ঘটনায় প্রধান শিক্ষক শাহনাজ সুলতানা বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
পিবিএ/আলী আকবর সাজু/বিএইচ