ভালুকায় প্রকাশ্যে এক নারীকে খুন, আটক ১

Khun

পিবিএ,ময়মনসিংহ: ময়মনসিংহে ভালুকা উপজেলায় প্রকাশ্যে তানিয়া নামে এক নারী পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। শনিবার( ৬ এপ্রিল) সকালে ভালুকার হবিরবাড়ি গ্রামে রিদিশা গার্মেন্টের পাশে এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হোসেন আলীর মেয়ে। ভালুকার আমতলিতে বোনদের সঙ্গে ভাড়া বাসায় থেকে তিনি কারখানায় চাকরি করতেন। এদিকে এ ঘটনায় স্থানীয়রা শাহীন নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা পিবিএকে জানায়, তানিয়া ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। পথে রিদিশা ফ্যাক্টরির পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শাহীন প্রকাশ্যে তাকে উপর্যুপরি ছুড়িকাঘাত করে খুন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় স্থানীয়রা শাহীনকে আটক করে পুলিশে খবর দেয়। শাহীন নিজেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলীর ছেলে বলে দাবি করছেন।

ভালুকা মডেল থানার এসআই ফিরোজ পিবিএকে জানিয়েছেন, নিহত মেয়েটির সঙ্গে শাহীনের আগে থেকেই পরিচয় ছিল। তবে কি কারণে ঘাতক তাকে খুন করেছেন তা বলা যাচ্ছে না।

পিবিএ/এফএস

আরও পড়ুন...