ভালুকায় ফোম ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

ভালুকায় সিনটেক্স ফ্যাক্টরি লিঃ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পিবিএ, ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় সিনটেক্স ফ্যাক্টরি লিঃ নামের একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কাচিনা ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল হাসান।

সূত্র জানায়, সিনটেক্স পলিমার ফোম ফ্যাক্টরিতে দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুন গুদামের চারদিকে ছড়িয়ে পড়লে ময়মনসিংহ, ত্রিশাল এবং মাওনা থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসে।

ওই কর্মকর্তা আরও জানান, এই কারখানায় ফোম এবং প্লাস্টিকের চেয়ার তৈরি করা হতো। তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের অভিযোগ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আবার কেউ কেউ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবি করছেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফ্যাক্টরির কর্তৃপক্ষের কারো কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...