পিবিএ,ভালুকা: ময়মনসিংহের ভালুকায় বেপরোয়া এনা গাড়ীর চাপায় আবু সাঈদ (৩২) নামে এক অটো রিক্সা চালক নিহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬আগষ্ট) সকাল সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঁঠালী সানীর মোড় এলাকায় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস অটোরিক্সাকে চাপা দিলে অটোরিক্সা চালক উপজেলার চাপড়বাড়ী গ্রামের আছর আলীর ছেলে আবু সাঈদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ইন্সপেক্টর তমুর আলী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যাওয়ার হয়। বিনা তদন্তে লাশ দাফন করার আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক এনা পরিবহনের বাসটি ফাঁড়িতে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
পিবিএ/আলী আকবর সাজু/এসডি