সাজ্জাদুল আলম খান,ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় জাতীয় শোক দিবস উপলক্ষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির নিজ উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধী স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে ২০০০ টাকার চেক প্রদান করা হয় ।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে ভালুকা বাজার নিজ কার্য্যালয়ে ২০০ জন অসহায় দুস্ত নারী পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনির । বিতরণ শেষে ১৫ আগস্টে জাতীর জনকসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নাজমুল হোসেন, প্রভাষক আ ফ ম আফজাল হোসেন, ইব্রাহীম লোদী, ফজলে রাব্বী রানা, ছাত্র নেতা রাহাত, সৃজন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।