পিবিএ,ভালুকা: ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রামে রবিবার দুপুরে ৬১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এ উপলক্ষে আয়োজিত ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামছুল হক মনি’র সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম, আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুজ্জামান লষ্কর, আওয়ামীলীগ নেতা আবুল কালাম লেবু, হযরত আলী বিএ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ ও সোনার বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক আতাউর রহমান কামাল প্রমুখ।
অপরদিকে বিকেলে কাতলামারী ইসলামিয়া দাখিল মাদরাসার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন মাহাবুব, মেদুয়ারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. আক্তার হোসেন সরকার, মাদরাসার সুপার মাওলানা মোফাজ্জল হোসেন প্রমুখ।
পিবিএ/আলী আকবর সাজু/বিএইচ