পিবিএ,ভালুকা: ভালুকায় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সংবাদদাতার বিরুদ্ধে কথিত ভূমিদস্যু, সন্ত্রাসী ও ২০ মামলার আসামী সালাউদ্দিন কর্তৃক মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সংবাদকর্মীরা। সোমবার দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভালুকা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, উপজেলার জামিরদিয়া গ্রামের হোসেন আলী সরকারের ছেলে বনভূমিসহ নিরিহ ব্যক্তিদের জমি দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজির ২০ টির অধিক মামালার আসামী সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ভালুকা সংবাদদাতা আসাদুজ্জামানের (ফজলু) বিরুদ্ধে মিথ্যে মানহানী মামলা দায়ের করেন। নেতৃবৃন্দ এই মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সন্ত্রাসী ও ভূমিদস্যূ সালাউদ্দিনকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ভালুকা প্রেসক্লাবের সভাপতি এসএম শাহজাহান সেলিম, সাধারণ সম্পাদক মো: আক্কাস আলী, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, কালের কন্ঠ প্রতিনিধি মোখলেছুর রহমান মনির, সংবাদ প্রতিনিধি আতাউর রহমান, এনটিভির প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক যুগান্তর ও বৈশাখী টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, নয়া দিগন্ত সংবাদদাতা আসাদুজ্জামান ফজলু, এসএ টিভির প্রতিনিধি আওলাদ হোসেন রুবেল, আজকের ময়মনসিংহ প্রতিনিধি হাদিকুর রহমান হাদিস, দিনকাল প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান সুমন, আমাদের সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম খান, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদার ও আজকের বাংলদেশ প্রতিনিধি আফরোজা আক্তার জবা, ইফতেখার আহমেদ সুজন প্রমূখ। এসময় বিভিন্ন ভূক্তভোগী পরিবারের সদস্যগণ মানববন্ধনে অংশ নেন।
পিবিএ/আলী আকবর সাজু/বিএইচ