পিবিএ,ভালুকা(ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী কাশর এলাকায় বনবিভাগ সারাশি অভিযান চালিয়ে ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে। জানাযায় (২৯ আগস্ট) শনিবার সকাল ১০টার দিকে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে কাশর এলাকার ০১। আতিক মাষ্টার (৪৫) ০২। ওয়াহাব বেপারী (৫০) ৩। তোতা মিয়া (৪০) ৪। আলাল মিয়া (৪০) ৫। সাইদুর রহমান (৪৫) এদের করাতকলে অভিযান চালিয়ে ৫ টি করাতকল উচ্ছেদ করা হয়। এসময় করাত কল চালানোর বেল্ট,চে-করাত সহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়। উচ্ছেদ অভিযানে হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ দেওয়ান আলী ও মল্লিকবাড়ী বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ হবিরবাড়ী বিট ও হাজির বাজার ক্যাম্পের সকল ষ্টাফ অংশ নেন। হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ দেওয়ান আলী জানান সকল অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে, আজকের অভিযানে উচ্ছেদ হওয়া মিল মালিকদের বিরোদ্ধে বন আইনে মামলা করা হবে।
পিবিএ/আলী আকবর সাজু/এসডি