ভালুকা যুব ক্লাবের যাত্রা শুরু

পিবিএ,ময়মনসিংহ: সামাজিক উন্নয়নে নিবেদিত প্রাণ’ এ স্লোগানকে সামনে রেখে ভালুকা পৌরসভায় বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত শিক্ষিত যুবকদের অরাজনৈতিক সংগঠন ‘ভালুকা যুব ক্লাব’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকালে ভালুকা পৌসভায় ডক্টরস ক্যাফে রেস্টুরেন্টে এ
সংগঠনের যাত্রা শুরু হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তানজীদ খান, নঈম খান, সাইদুজ্জামান, সাজ্জাদুল আলম খান (সুমন), আজাহারুল ইসলাম হিমেল, শেখ নাজমুল হোসেন (মনির), দীপক কুমার সরকার, আরিফ আহম্মেদ, সুমন সরকার, মাসুদ হাসান, খালিদ হোসেন।

সামাজিক উন্নয়নে নিবেদিত প্রাণ’ এ স্লোগানকে সামনে রেখে ভালুকা পৌরসভায়
‘ভালুকা যুব ক্লাব’

ভালুকা যুব ক্লাব সম্পূর্ন নিরপেক্ষ ও অরাজনৈতিক সামাজিক সংগঠন যার মূল কাজ হবে আগামিতে এই ভালুকা পৌরসভা কে সুন্দর, নিরাপদ, পরিচ্ছন্ন, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত সমাজ গড়া। যুবসমাজকে রক্ষা ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে স্কুল-কলেজে সচেতনমূলক সভা ও উপজেলা পর্যায়ে সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করাই ভালুকা যুব ক্লাবের উদ্দেশ্য। এলাকার উন্নয়ন ও সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এ সংগঠনকে সম্পূর্ণ অরাজনৈতিক রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

পিবিএ/এসএকে/আরআই

আরও পড়ুন...